DIY (এসো নিজে করি) রঙিন পেপার দিয়ে ময়ূরের ওয়ালমেট ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। এইরকম রঙ্গিন পেপার দিয়ে অনেক কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে। তাই আমার হাতে তৈরি এই সুন্দর জিনিস গুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

IMG_20211106_144150.jpg

উপকরণ :

• রঙ্গিন পেপার
• কাঁচি
• জলরং
• তুলি
• পেন্সিল
• রাবার
• গ্লু গান

IMG_20211105_194811.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেকার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা ময়ূরের মুখের ছবি এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে মরে মুখ সুন্দর ভাবে কেটে দিলাম। আবার গোল বৃত্ত একটাও কেটে নিলাম।

IMG_20211105_195139.jpg

IMG_20211105_194949.jpg

IMG_20211105_195024.jpg

ধাপ ২ :

তারপর সেই ময়ূরের মুখটাকে নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তার সাথে গোল বৃত্ত টাকে ও সুন্দরভাবে নীল রং করে নিলাম। এভাবে দুটো জিনিস অনেক সুন্দর ভাবে রং করে নিলাম।

IMG_20211105_195203.jpg

IMG_20211105_195251.jpg

IMG_20211105_195425.jpg

ধাপ ৩ :

তারপর একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে পাতার মতো করে ছোট ছোট করে অনেকগুলো কেটে দিলাম। তারপর সেই পাতাগুলোর একপাশে ছোট করে কেটে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20211105_195533.jpg

IMG_20211105_195727.jpg

IMG_20211105_195806.jpg

ধাপ ৪ :

তারপর গোল বৃত্ত টার ওপরে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে ছোট ছোট পাতার মত উপরে কাটা ফুল গুলোকে এক এক করে গোল করে বসিয়ে নিলাম। এইভাবে দুবার গোল করে পাতাগুলো বসিয়ে নিলাম।

IMG_20211105_195835.jpg

IMG_20211105_195955.jpg

IMG_20211105_195919.jpg

IMG_20211105_200025.jpg

ধাপ ৫ :

তারপর আরো একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে গোল গোল করে কেটে নিলাম। তারপর ওটাকে পেচিয়ে পেচিয়ে একটা সুন্দর গোলাপ ফুল বানিয়ে নিলাম। তারপর গোল বৃত্তটার পাতাগুলোর মাঝখানে গোলাপ ফুলটা বসিয়ে নিলাম।

IMG_20211105_200122.jpg

IMG_20211105_200150.jpg

ধাপ ৬ :

তারপর ময়ূরের মুখের সাথে গাম লাগিয়ে গোল বৃত্ত তার সাথে জোড়া লাগিয়ে নিলাম। তখন ওগুলোকে দেখতে মনে হয় ময়ূরের মতো। এভাবে ময়ূরের মুখটা সুন্দর ভাবে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20211105_200231.jpg

IMG_20211105_200306.jpg

ধাপ ৭ :

তারপর একটা কাগজ নিয়ে নিলাম। তারপর সে কাগজটাকে গোল গোল করে পেচিয়ে নিলাম। তারপর পেঁচানো লাঠিটা সাথে ঘাম লাগিয়ে নিলাম। এভাবে অনেকগুলো লাঠি তৈরি করে নিলাম।

IMG_20211105_200413.jpg

IMG_20211105_200439.jpg

IMG_20211105_200455.jpg

IMG_20211105_200605.jpg

ধাপ ৮ :

তারপর সেই লাঠিগুলো কে সমানভাবে ছোট বড় করে কেটে নিলাম। তারপর সব লাঠি গুলোকে জল রং দিয়ে সুন্দর ভাবে পুরোটা রং করে নিলাম। এইভাবে সব লাঠি গুলো দেখতে অনেক সুন্দর এবং কালারফুল লাগে।

IMG_20211105_200628.jpg

IMG_20211105_200654.jpg

IMG_20211105_200721.jpg

ধাপ ৯ :

তারপর রঙিন পেপার দিয়ে ছোট ছোট করে কিছু পাতা কেটে নিলাম। তারপর আরো কিছু রঙিন পেপার কে ছোট করে গোল বৃত্তের মত করে কেটে নিলাম। যাতে পাতাগুলো দিয়ে ময়ূরের ছোট পালক বানাতে পারি।

IMG_20211105_201351.jpg

IMG_20211105_200942.jpg

IMG_20211105_201143.jpg

ধাপ ১০ :

ময়ূরী একটা পাতাকে চিকন চিকন করে কেটে নিলাম। তারপর সেই পাতাটার উপরে আরও একটা পাতা বসিয়ে দিলাম। তারপর সেই পাতাদুটোর উপরে হলুদ ছোট একটা পাতা বসিয়ে নিলাম। তারপর পাতা গুলোর উপরে ছোট বৃত্ত টাও বসিয়ে নিলাম।

IMG_20211105_200904.jpg

IMG_20211105_201214.jpg

IMG_20211105_201418.jpg

IMG_20211105_201445.jpg

IMG_20211105_201533.jpg

ধাপ ১১ :

তারপর ময়ূর তার পিছনে ডানার মতো করে বড় লাঠি গুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তারপর বড়লাঠি এগুলোর মাঝখানে ছোট লাঠি গুলো সুন্দর ভাবে লাগিয়ে নিলাম। যাতে লাঠি গুলোকে ময়ূরের পালকের লাঠির মত মনে হয়।

IMG_20211105_201839.jpg

IMG_20211105_201920.jpg

IMG_20211105_201945.jpg

ধাপ ১২ :

তারপর লাঠি গুলোর উপরে পাতার মতো করে বানানো পালকগুলো সুন্দরভাবে লাঠিগুলো সাথে গাম দিয়ে লাগিয়ে নিলাম। কখন ময়ূর তাকে দেখতে মনে হয় বড় একটা ময়ূরের ছানা। দেখে মনে হচ্ছিল ময়ূরের অনেক পালক রয়েছে।

IMG_20211106_143409.jpg

IMG_20211106_143421.jpg

IMG_20211106_143437.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটা ময়ূর বানিয়ে নিলাম। এই ভাবে ময়ূর বানানো শেষ হয়ে গেল। তাই ময়ূর বানানো টা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের খুব ভাল লাগবে এই সুন্দর ময়ূরের ওয়ালমেট।

IMG_20211106_143946.jpg

IMG_20211106_144359.jpg

IMG_20211106_144317.jpg

ওয়ালমেট সহ আমার একটি ছবি

IMG_20211106_144420.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 months ago 

কাগজ দিয়ে এত সুন্দর করে ক্রাফট কিভাবে বানান সত্যিই বুঝতে পারিনা। আপু আপনার এই ডাই প্রজেক্টটির প্রশংসা যত করবো ততই কম হবে। অসাধারণ একটি ময়ূর বানিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটি জিনিস শেখানোর জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

আপনার প্রতিটি পোস্ট অনেক সুন্দর হয়। ময়ূরের পাখনা গুলো প্রথমে আকৃষ্ট করেছে। পিছনের পেখম গুলো দেখে মনে হচ্ছে সত্যি কারের ময়ূর। আপনার প্রতিভা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

অনেক সুন্দর হয়েছে আপনার কালার পেপার দিয়ে ময়ূর বানানো, আমার অনেক পছন্দ হয়েছে আপনি প্রত্যেকটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে, আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 months ago 

আপনি রঙিন পেপার দিয়ে খুবই অসাধারণ ভাবে ময়ূর পাখিটি বানিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এখন পর্যন্ত কাগজ দিয়ে বানানো যতগুলো ময়ূর পাখি দেখেছি আপনার টা বেস্ট বিশেষ করে ফেকম আমার কাছে বেশি ভালো লেগেছে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে
আসলে চেষ্টা করলে অনেক সুন্দর কিছু বানানো যাই

 2 months ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার বানানো এই ময়ূর টা।মনে হচ্ছে অরজিনিয়াল ময়ূর।অনেক সুন্দর ওর পেখম গুলো। ইউনিক একটা পোস্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমদের। মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago (edited)

আপু অনেক সুন্দর করে রঙিন পেপার দিয়ে ময়ূরের ওয়ালমেট তৈরি করেছেন যা অনন্য প্রতিভার বিকাশ ঘটেছে♥♥

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 2 months ago 

আপু আপনার কাজ গুলো খুব সুন্দর হয়। আপনি যেমন সুন্দর আর্ট করেন আজকে ঠিক তেমন সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। ময়ূরের ওয়ালমেটটি খুবই চমৎকার হয়েছে। কালার বেশি সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে
আমার সব পোস্টগুলো দেখার জন্য

 2 months ago 

আপনার কাজ গুলো মুগ্ধ হয়ে দেখার মত সত্যি। এত চমৎকার হাতের কাজ। কি সুন্দর ময়ূর বানিয়েছেন। মাথা নষ্ট একদম। ঈশান এত পছন্দ করেছে। রং গুলো খুব সুন্দর ফুটে উঠেছে। 👌👌👌

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার হাতের কাজ গুলো আপনার পছন্দ হওয়ার জন্য

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে ময়ূরের ওয়ালমেট খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কিভাবে সহজে এটি তৈরি করা যায় তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 months ago 

কি বুদ্ধি আপু আপনার। বুদ্ধি ও প্রশংসায় অনেক সুন্দর একটা ময়ূরের ওয়ালমেট তৈরি করেছেন আপনি। সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগবে না কেন এটি দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটা ওয়ালমেট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

আমি আপনার প্রতিটি পোস্ট দেখি এবং আপনার পোস্ট গুলো অনেক সুন্দর হয়। আসলে কখনো কমেন্ট করতে পারিনি আসলে সময়ের অভাবে।তবে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ময়ূর বানিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। আপনার প্রতিভা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ দিদি
আমার প্রতিটা পোস্ট সব সময় দেখার জন্য। আর আমার হাতের কাজগুলো আপনার কাছে খুব ভালো লাগার জন্য। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল

 2 months ago 

রঙিন পেপার দিয়ে আপনার তৈরি ময়ূর পাখি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এইরকম ওয়ালমেট আমি কখনো দেখিনি। আর তাই এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কতো কি বানানো যায়। আমার বাংলা ব্লগ না থাকলে জানতেই পারতাম না।অসাধারন একটি ওয়ালমেট বানিয়েছেন।দেখতে খুবই সুন্দর লাগছে আর ধাও গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 months ago 

আপু মনোমুগ্ধকর হইয়েছে। সত্যিই চমৎকার সুন্দর একটা ক্রাফট ওয়ার্ক। আপু আপনার জন্যে আন্তরিক ভাবে শুভকামনা।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

আপনার প্রত্যেকটি হাতের কাজ আমার ভীষণ ভালো লাগে।আর এই ময়ূরটা তো ভীষণ সুন্দর লাগছে। কাগজ দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেটাই আপনার কাজ দেখে বুঝতে পারি। ময়ূরের পেখম গুলো খুব সুন্দর ভাবে আপনি করেছেন। এবং প্রত্যেকটির ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।শুভকামনা রইল।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

রঙ্গিন পেপার দিয়ে আপনার ময়ূর ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। দেখতে হুবহু ময়ূর মত লাগছে। আপনার এ কাজটি নিঃসন্দেহে ছিল একটি সৃজনশীল কাজ। ভিতরে সৃষ্টিশীলতা না থাকলে আসলে এরকম কাজ করা যায় না। আপনি কত সুন্দর করে ধাপে ধাপে ময়ূর এর
ওয়ালমেট বানিয়েছেন। আপনাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

আপনার রঙ্গীন পেপার দিয়ে ময়ূরের ওয়ালমেটটি তৈরিটি অনেক বেশি সুন্দর হয়েছে। ওয়ালমেটটি দেখেই মনে হচ্ছে অনেল বাস্তব। বিশেষ করে কালো লাঠির উপরের পেখম গুলো অনেক বেশি বাস্তবিক আর অনেক বেশি সুন্দর লাগছে দেখতে।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 months ago 

অও,দারুণ সুন্দর হয়েছে।আমি তো মুগ্ধ হয়ে গেছি আপু।খুবই সুন্দর ও নিখুঁত হয়েছে।একদম সত্যিকারের ময়ূরের মতো।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 2 months ago 

আপু আমি একি দেখছি আমি🙂 এত সুন্দর দক্ষতা নিয়ে আবারও আমাদের মাঝে হাজির হলেন ময়ূরের ওয়ালমেট নিয়ে। এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি পরিবেশন করলেন। বিশেষ করে আমার ময়ূরের পাখার ধাপগুলি অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে পরিবেশন করলেন আপু। দেখার মত ছিল। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

এত নিখুঁত আর সুন্দর ময়ূর বানিয়েছেন দেখে মুগ্ধ হলাম। সময় পেলে চেষ্টা করবো নিজেও বানাতে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

জাস্ট অসাধারণ আপু। আপনার ড্রইং গুলো যত সুন্দর হয়, আপনার ডাই পোষ্টগুলোও অসাধারণ হয়। আজকের পোষ্টটা অনেক সুন্দর হয়েছে।

এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইল।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

আমি সত্যিই অবাক হয়ে গেলাম আপনার ডাই পোষ্ট দেখে। রঙিন পেপার দিয়ে ময়ূরের অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন আমাদের সবার মাঝে। আপনি সব সময় ইউনিক কিছু তৈরি করেন দেখে খুবই ভালো লাগে। চমৎকার ভাবে এতো সুন্দর একটি ময়ূর পাখির ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

অসম্ভব রকমের সুন্দর হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ময়ূর পাখির ওয়ালমেটটি। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 months ago 

কাগজের তৈরি ময়ূরটি জাস্ট অসাধারণ হয়েছে। ময়ূরের পেখম গুলো মনে হচ্ছে সত্যিকারে ময়ূরের পেখম এর মত। এটি করতে আপনার অনেক সময় লেগেছে আপনি খুব ধৈর্য্য সহকারে টি সম্পূর্ণ করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাগজের তৈরি ময়ূর টি। অসম্ভব সুন্দর একটি কাগজের তৈরি ময়ূর আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 months ago 

আপু তো দেখছি অনেক সৌখিন একজন মানুষ। ওয়ালমেটটিতে অনেক বৈচিত্র বজায় রেখেছেন। ভিন্ন ধরনের একটি ওয়ালম্যাট দেখতে পেলাম আপনার কাছ থেকে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.06
JST 0.039
BTC 35263.74
ETH 2457.37
USDT 1.00
SBD 4.01